বকশীগঞ্জ, জামালপুর, ৬ সেপ্টেম্বর : বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী ও জামালপুর-১ আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশি ব্যারিস্টার সামীর সাত্তার বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আগামীতেও উন্নয়ন অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে হবে। তিনি বলেন, শেখ হাসিনা সরকারের উন্নয়ন এখন সারা বিশ্বে সাদৃশ্য তাই আগামীতেও শেখ হাসিনার বিকল্প নেই।
বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের কান্দিরগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় এলাকাবাসীর সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
মতবিনিময় সভায় ব্যারিস্টার সামীর সাত্তার সরকারের উন্নয়ন কর্মকান্ডের ফিরিস্তি তুলে ধরে বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশের সব ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হয়েছে। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, বিদ্যুৎ, গ্যাস, কৃষি, শিল্প, পর্যটনসহ সব ক্ষেত্রে অভাবনীয় উন্নয়ন হয়েছে।
তিনি বলেন, দেশ প্রেমে উদ্বুদ্ধ হয়ে তরুণদের এগিয়ে আসতে হবে। সরকারের উন্নয়ন কর্মকান্ড জনগণের সামনে তুলে ধরতে হবে।
মতবিনিময় সভায় মজিবর রহমান তালুকদার শাহীন, জুয়েল মিয়া, রিপন মিয়া, ইউনিয়ন কৃষক লীগের সভাপতি নাদির হোসেন, সুমন মিয়া, ফুক্কু মিয়া সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।