সেবা ডেস্ক : জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নে বাড়ির পাশের পুকুরে ডুবে ফাহিম হাসান নামে ছয় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
আজ শনিবার সকাল ১০টার দিকে ধানুয়া কামালপুর ইউনিয়নের ধানুয়া উত্তরপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মিশু ফাহিম হাসান ধানুয়া উত্তরপাড়া গ্রামের মোক্তার হোসেনের ছেলে।
জানা যায়, সকালে বন্ধুদের সঙ্গে খেলতে যায় ফাহিম হাসান। দীর্ঘক্ষণ ধরে বাড়িতে না ফেরায় ফাহিমকে খোঁজাখুঁজি করতে থাকেন তার মা-বাবা ও বাড়ির লোকজন। পরে বাড়ির পাশে একটি পুকুরে ভাসমান অবস্থায় ফাহিম হাসানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
বিষয়টি নিশ্চিত করেছেন ধানুয়া কামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান লাকপতি।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।