[১২৭৮] নোয়াখালীতে বিএনপির পাল্টাপাল্টি শোডাউন

S M Ashraful Azom
0

 : নোয়াখালীর সদর উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা শহরে বিএনপির দুগ্রুপ পাল্টাপাল্টি শোডাউন করেছে।

নোয়াখালীতে বিএনপির পাল্টাপাল্টি শোডাউন



শুক্রবার (১ আগস্ট) বিকেলে জেলা শহরের শহীদ মিনার চত্ত্বর থেকে শহরের প্রধান সড়কে শোডাউন করে জেলা বিএনপি। একই সময়ে নোয়াখালী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাবেক পৌর মেয়র মো. হারুনুর রশীদ আজাদের নেতৃত্বে তার অনুসারী জেলা শিল্পকলা একাডেমি থেকে শহরে শোডাউন করে।  


জেলা বিএনপির সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির ভাইস চেয়ারম্যান মো.শাহজাহান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম-মহাসচিব ব্যারিস্টার মাহাবুব উদ্দিন খোকন। অপরদিকে, জেলা সেচ্ছাসেবকদল নেতা আবদুল করিম মুক্তার সঞ্চালনায় শিল্পকলা একাডেমিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র মো.হারুনুর রশীদ আজাদ।


জেলা শহরে বিএনপির দু’গ্রুপের পৃথক কর্মসূচিকে ঘিরে আইন শৃঙ্খলাবাহিনীর সদস্যদের বাড়তি তৎপরতা ছিল লক্ষ্যণীয়। এমনকি যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরের গুরুত্বপূর্ণ একাধিক স্থানে পুলিশ মোতায়েন ছিল। জেলা শহরের এ পাল্টাপাল্টি শোডাউনের ঢেউ আছড়ে পড়ে দ্বীপ উপজেলা হাতিয়াতে। এ ছাড়াও উপজেলার বিভিন্ন স্থানে দলীয় কোন্দলের জেরে পৃথক কর্মসূচি পালন করা হয় বলে জানা যায়।  


 হাতিয়াতে বিএনপি ৪ গ্রুপে বিভক্ত হয়ে দলের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করে। উপজেলা বিএনপির সভাপতির বাসায় বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এ কে এম ফজলুল হক খোকন। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকের বাসায় বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রকৌশলী তানভির উদ্দিন রাজীব। প্রকৌশলী আমিরুল মোমিন বাবলুর বাসায় বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাতিয়া পৌরসভার বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি প্রফেসর মোকাররম বিল্যাহ শাহাদাত। সাবেক সংসদ সদস্য প্রকৌশলী মো. ফজলুল আজিমের বাসায় বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা ও উপজেলা বিএনপির সহ-সভাপতি খন্দকার আবুল কালাম।  সন্ধ্যায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রাজীবের নেতৃত্বে উপজেলা সদরে মিছিল একটি মিছিল বের করা হয় ।  


নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক জেলা বিএনপি নেতা জানান, অভ্যন্তরীণ কোন্দলে নোয়াখালী জেলা বিএনপির দুভাগে বিভক্ত। এ বিভক্তি দেখা দিয়েছে দলটির নেতাকর্মিদের মধ্যে। আগামী দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে ক্ষমতাসীন দলের নানা মুখী চ্যালেঞ্জ মোকাবেলায় দ্রুত অভ্যন্তরীণ কোন্দল দূর করার দাবি জানিয়েছেন বিএনপির তৃণমূলের নেতাকর্মিরা।


বিভক্ত শোডাউন ও কর্মসূচির বিষয়ে জানতে চাইলে নোয়াখালী জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুর রহমান বলেন,এ বিভক্ত শোডাউনে দলের কোনো বিনষ্ট হবেনা। সবাই সরকার বিরোধী আন্দোলনে ঐক্যবদ্ধ রয়েছে।   


শেয়ার করুন

সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top