সেবা ডেস্ক : সিলেট হবিগঞ্জের বাংলাদেশ শিক্ষক সমিতি, বাহুবল উপজেলা শাখার নতুন কমিটি আজ শনিবার গঠন করা হয়েছে।
মিরপুর ফয়জুন্নেচ্ছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: হাবিবুর রহমানকে সভাপতি, পুটিজুরী শরৎচন্দ্র উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক পংকজ কান্তি গোপকে (বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক) সাধারণ সম্পাদক ও মিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী শিক্ষক মো: হাবিবুর রহমানকে সাংগঠনিক সম্পাদক নির্বাচন করা হয়।
হবিগঞ্জের বাহুবল উপজেলার ছদরুল হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত এ নির্বাচনে উপজেলার সবকটি এমপিওভুক্ত মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী অংশগ্রহণ করেন। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ছদরুল হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম নোমান।
দিনব্যাপী এ অনুষ্ঠানে প্রতিটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও কর্মচারী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, নির্বাচিত ৩জন প্রতিনিধি আগামীকাল রবিবার ২৭সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন।
(ছবিতে: ডান থেকে- সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক)
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।