জি এম ক্যাপ্টন, কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের রাজারহাটে অটো রিক্সার ধাকায় এক প্রতিবন্ধী শিশুর মমার্ন্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে, শনিবার (১৬সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে রাজারহাট-উলিপুর সড়কের মিলেরপাড় বাজারের পাশে গোলজার হোসেনের বাড়ির সামনে।
পুলিশ ও এলাকাবাসীরা জানান, একটি যাত্রী বোঝাই অটো রিক্সা নাজিমখান বাজার থেকে রাজারহাট আসার সময় মিলের পাড় বাজারের কাছে না আসতেই গোলজারের বাড়ির সামনে ৬বছরের প্রতিবন্ধী শিশু হাওয়া নুর রাস্তা পারাপার হচ্ছিল।
এসময় বেপরোয়াভাবে আসা ওই অটো রিক্সা মেয়ে শিশুটিকে ধাক্কা দিলে ছিটকে সে পাকা রাস্তায় পড়ে যায়।
প্রত্যক্ষদশর্ীরা তাকে গুরত্বর অবস্থায় উদ্ধার করে রাজারহাট স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
ঘটনার পর চালক অটোরিক্সা রেখে পালিয়ে যায়। পরে ঘাতক রিক্সটিকে রাজারহাট থানায় সোর্পদ করছে এলাকাবাসী।
রাজারহাট থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহিল জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মৃতের পরিবার থেকে এখনো কেউ অভিযোগ করেনি
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।