জামালপুর সংবাদদাতা : জামালপুরের মেলান্দহে বহুল আলোচিত স্কুল ছাত্রী রিথী আক্তার (১৬) হত্যা মামলার আরেক আসামী মাহমুদুল হাসান রাব্বিকে (২২) গ্রেপ্তার করেছে র্যাব-১৪।
২৬ সেপ্টেম্বর ঢাকার গাজীপুর জেলার শ্রীপুর থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রাব্বি চরপলিশা আল মামুনের ছেলে। এর আগেরদিন শেরপুর জেলার জঙ্গলদি গ্রাম থেকে রাব্বির পিতা আল মামুনকে (৫২)কে গ্রেপ্তার করা হয়।
র্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
উল্লেখ্য, নিহত রিথী আক্তার চরপলিশা জাহানারা লতিফ হাই স্কুলের নবম শ্রেণির ছাত্রী। সে বেতমারী গ্রামের রফিকুল ইসলামের মেয়ে।
চার মাস আগে ভালোবেসে রিথি আক্তারকে বিয়ে করে গোলাম রাব্বি। রাব্বির স্বজনরা এই বিয়ে মেনে নেয়নি।
এ নিয়ে বিরোধ চলছিল। একপর্যায়ে ২০ সেপ্টেম্বর বিকেলে রিথি আক্তারের পিত্রালয় থেকে ডেকে আনে। এক ঘন্টা পরেই আল মামুনের ঘরে রিথি আক্তারের মৃতদেহ রেখে স্বপরিবারে পালিয়ে যায়।
খবর পেয়ে মেলান্দহ থানা পুলিশ লাশ উদ্ধার শেষে মর্গে প্রেরণ করে। পরদিন নিহতের বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে গোলাম রাব্বীসহ তার পরিবারের ৫ সদস্যের নামে মেলান্দহ থানায় হত্যা মামলা-(নং-১৯/২৫০) দায়ের করেন।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।