শফিকুল ইসলাম : ফৌজদারি অপরাধ চুরি, ছিনতাই, মাদক, নারী নির্যাতন,শান্তিবিনষ্ট কারী, উগ্রবাদ, সাইবারসহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত ১৪ জন আসামীকে আটক করেছে রৌমারী থানার পুলিশ।
গত ২৪ ঘন্টায় বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটক আসামীদের কুড়িগ্রাম কোর্টে প্রেরণ করা হয়েছে।
উপজেলার যাদুরচর ইউনিয়নের যাদুরচর নতুন গ্রামের নিয়মিত মামলার আসামী শাহ আলম (৩৮), মিন্টু মিয়া (৪২), লাল মিয়া (৩৫), কর্তিমারী মাস্টারপাড়া গ্রামের আঃ রশিদ (৩৫), আনিছুর রহমান (৩৬), ধনারচর আকন্দপাড়ার রুপচান মিয়া (৪০), আঃ বারেক (৪০), ধনারচর নতুন গ্রামের আতিকুর রহমান (২২), সুজন মিয়া (২৭), শহিদুল ইসলাম (৩২) এবং ঢুষমারা থানার ডাটিয়ারচর গ্রামের আনোয়ার হোসেন (৩৫)সহ ১৪ জন।
রৌমারী থানার অফিসার ইনচার্জ রুপ কুমার সরকার বলেন, বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জিআর ও নিয়মিত মামলায় গত ২৪ ঘন্টায় ১৪ জনকে গ্রেফতার করে কুড়িগ্রাম কোর্টে প্রেরণ করা হয়েছে। এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে পুলিশি অভিযান অব্যহত থাকবে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।