সেবা ডেস্ক : বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের আইরমারী শান্তি নগর এলাকায় বৃহস্পতিবার রাতে পুলিশের অভিযানে ১৩ জন জুয়ারি গ্রেপ্তার হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন আইরমারী বটতলা গ্রামের মৃত হাকিম উদ্দিনের ছেলে মোতালেব (৪২), মৃত হবিবুর রহমানের ছেলে অহিজল (৫৫), ফরহাদ আলীর ছেলে নূর ইসলাম (৬০), মৌলভী মিয়ার ছেলে তারা মিয়া (২৫), কফিল উদ্দিনেরর ছেলে নূরনবী (২০), মোঃ দুলাল সরকার (৪৫), আইরমারি সরকার বাড়ীর মৃত ডাইবরের ছেলে দুলাল সরকার (৪৫), সাধুরপাড়া খানপাড়া গ্রামের সোহরাব হাজীর ছেলে রমজান খান (৩৮), পূর্ব কামালের বার্ত্তী গ্রামের শরাফত আলীর ছেলে আলাউদ্দিন, সাধুরপাড়া মোল্লাপাড়া গ্রামের তাজুল ইসলামের ছেলে মিজানুর রহমান মিজান (৩৫), আইরমারি সরকার পাড়া গ্রামের বাক্কি সরকারের ছেলে শরিফ মিয়া (২৮), মালিরচর তকিরপাড়া গ্রামের জমশেদ আলীর ছেলে দুলাল মিয়া (৫৯), শেরপুর সদর উপজেলার কাউয়া পেচী গাজীর খামার এলাকার জয়মত আলীর ছেলে মহর উদ্দিন (৩৩), শেরপুর সদর উপজেলার কুরুলিয়া কান্দা গ্রামের হান্নান মিয়ার ছেলে সুজন মিয়া (৩৫)।
বকশীগঞ্জ থানার ওসি সোহেল রানা জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা হয়েছে।
ওসি সোহেল রানা বলেন, জুয়া ও মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।