শফিকুল ইসলাম : বিদ্যুৎস্পর্শে রাশেদা খাতুন (৩৫) নামের এক নারীর মর্মান্তিক ভাবে মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরের দিকে কুড়িগ্রামের রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের আমবাড়ি গ্রামে এঘটনাটি ঘটে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাশেদা খাতুন ব্যাটারি চালিত অটোবাইকে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে পড়ে এবং সেখানেই তার মৃত্যু হয়।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত হতে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে রৌমারী হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাশেদাকে মৃত্যু ঘোষনা করেন।
রাশেদা উপজেলার আমবাড়ি গ্রামের নেককার হোসেনের স্ত্রী বলে জানা গেছে। সংবাদ পেয়ে রৌমারী থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এঘটনায় ওই এলাকায় শোকেরছায়া নেমে আসে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।