নোয়াখালী প্রতিনিধি : চট্টগ্রামে অতিভারী বৃষ্টিপাতের কারণে পানি বন্দী অসহায় মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মিরা।
সোমবার (১৪ আগস্ট) বিকেল ৫টার দিকে চট্রগ্রাম শহরের পাহাড়তলী থানার শহীদ নগর এলাকায় এই খাবার বিতরণ করা হয়।
ভারী বৃষ্টিপাতের কারণে পানি বন্দী অসহায় ৩০০শত পরিবারের মাঝে চট্রগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-সাধারণ সম্পাদাক আনোয়ার হোসাইন এরশাদের সৌজন্যে এই খাবার বিতরণ করা হয়।
খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্রগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা.শাহাদাত হোসেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন, চট্রগ্রাম মহানগর যুবদলের সহ-সভাপতি দিদারুল ফেরদৌস দিদার, পাহাড়তলী থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিবইস্কান্দার মির্জা প্রমূখ।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।