জামালপুর সংবাদদাতা : জামালপুরের মেলান্দহে ইসলামি আন্দোলন বাংলাদেশ তৃণমূল প্রতিনিধি সম্মেলন ২৯ আগস্ট বেলা ১১টায় আশরাফিয়া হাফেজিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়।
সংগঠনের মেলান্দহ শাখার সভাপতি হাফেজ-মাওলানা বুরহান উদ্দিন এতে সভাপতিত্ব করেন।
প্রধান অতিথির বক্তব্য রাখেন-কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন-ইসলামি আন্দোলন জামালপুর জেলা শাখার সভাপতি ডা. সৈয়দ ইউনুছ আহমদ, সহসভাপতি মুফতি গোলাম মোস্তফা, জেলা শিক্ষা বিষয়ক সম্পাদক মাও. মোফাজ্জল হোসেন, ইসলামি আন্দোলন মাদারগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আস সালোয়া, মেলান্দহ শাখার সাধারণ সম্পাদক মাও. আজহারুল ইসলাম প্রমুখ।
সম্মেলনে দেশ ও জাতির শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।