[৯৯৩] কুড়িগ্রামের উলিপুরে কল্যাপাড়া বিদ্যালয়ে শ্রেণী কক্ষ সংকট

S M Ashraful Azom
0

 : জেলার উলিপুর উপজেলার দলদলিয়া ইউনিয়নে কল্যাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়টিতে দুই শিফটে পাঠদান চলছে।

কুড়িগ্রামের উলিপুরে কল্যাপাড়া বিদ্যালয়ে শ্রেণী কক্ষ সংকট



সরেজমিন গিয়ে দেখা যায়, উলিপুর উপজেলার নদীভাঙ্গা ইউনিয়ন দলদলিয়ায় ১৯৯১ইং সালে কল্যাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়টি স্থাপিত হয়েছে। 

প্রতিষ্ঠানটিতে ৬ জন শিক্ষক ২০৪ জন শিক্ষার্থীকে দুই শিফটে পাঠদান করাচ্ছে। শিক্ষকরা জানান আমাদের শ্রেণী কক্ষের সংকট রয়েছে। 

২০৪ জন শিক্ষার্থীকে আমরা পাঠদান করাতে গিয়ে হিমসিম খাচ্ছি। সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ২ শিফটে ক্লাস নিতে হচ্ছে। 

এখানে শিক্ষার্থীদের উপস্থিতি সন্তোষজনক। কল্যাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বক্কর সিদ্দিক জানান, আমরা নানান সমস্যায় রয়েছি। 

শিক্ষক রুম সংকট, শ্রেণী কক্ষের সংকট, বৃষ্টির সময় দেয়াল চুয়ে চুয়ে পানি ক্লাস রুমে ঢুকছে। এমতাবস্থায়, ভবণটি নির্মাণ জরুরী হয়ে পড়েছে। শ্রেণী কক্ষ সংকট থাকায় শিক্ষার্থীরা গাদাগাদি করে বসছে। 

স্থানীয় মানুষজন এবং অভিভাবকরা প্রতিষ্ঠানটির নানামুখী সমস্যাগুলোর আশু সমাধানে সংশ্লিষ্ট উর্দ্ধতন কতর্ৃপক্ষের সু-দৃষ্টি ও হস্তক্ষেপ কামনা করেছেন। 


শেয়ার করুন

সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top