জামালুর সংবাদদাতা : জামালপুরের মেলান্দহে সউদী প্রবাসী লিয়ন মিয়া (৩২)’র ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। সে হাজরাবাড়ি পৌরসভার দিলালের পাড়ার ঠান্ডু মিয়ার ছেলে।
১৩ আগস্ট দুপুরের দিকে পুলিশ মৃতদেহ উদ্ধার শেষে মর্গে প্রেরণ করেছে।
স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর আলমসহ স্বজনরা জানিয়েছেন, লিয়ন সউদী প্রবাসী। ৬/৭ মাস আগে বিয়ে করে আবার বিদেশ চলে যান। মানষিক সমস্যার কারণে মাস খানেক আগে দেশে এনে চিকিৎসা চলছিল।
ঘটনার দিন সকালে বাড়ির পাশে একটি গাছের সাথে লিয়নের মৃতদেহ ঝুলতে দেখে হইচই পড়ে যায়। খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে। এসআই হান্নান শাহ জানান-মৃতদেহ মর্গে প্রেরণ করা হয়েছে। পোস্টমর্টেম রিপোর্টের পর মৃত্যুর কারণ জানা যাবে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।