[১১৬৫] রৌমারীতে মানসিক ভারসাম্যহীন এক বৃদ্ধের লাশ উদ্ধার

S M Ashraful Azom
0

 : রৌমারীতে নিখোঁজের তিনদিন পর কিসমত আলী (৫৫) নামের এক মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। 

রৌমারীতে মানসিক ভারসাম্যহীন এক বৃদ্ধের লাশ উদ্ধার



ঘটনাটি ঘটেছে মঙ্গলবার উপজেলার যাদুরচর ইউনিয়নের ধনারচর মধ্যপাড়া গ্রামে একটি ব্রীজের নিচে পানির থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। 

নিহত কিসমত আলী রৌমারী ইউনিয়নের কোনাচিপাড়া গ্রামের কুরবান আলীর ছেলে। পরে পরিবারের অভিযোগ না থাকায় ওই লাশ দাফনের অনুমতি দেন পুলিশ। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে গত শনিবার দিনগতরাত আনুমানিক সাড়ে ১২ টার দিকে ভারসাম্যহীন ব্যক্তি নিজ বাড়ী থেকে বের হয়ে যান পরে আর ফিরে আসেনি। তাঁর পরিবারের লোকজন বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজির পরেও তাঁর সন্ধান পায়নি। 

মঙ্গলবার ধনারচর গ্রামের মিঠু মিয়া ওই পানির নালায় পাটজাগ দেখতে গিয়ে লাশ পানিতে ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। এখবর ছঁড়িয়ে পড়লে নিহতের পরিবারের ভাই আছমত আলী, ছেলে আজিজুর রহমানসহ স্থানীয় লোকজন নিহতের লাশটি সনাক্ত করেন। 

নিহতের ছেলে আজিজুর রহমানের দাবি, স্বাভাবিক ভাবে পানিতে পড়ে রবিবার রাতের যেকোন সময় আমার বাবা কিসমত আলী ভারসাম্যহীন অবস্থায় পানিতে টলে পড়ে মারা যান। আমার পরিবারের পক্ষ থেকে কারও উপর অভিযোগ নেই।

রৌমারী থানার অফিসার ইনচার্জ রূপ কুমার সরকার বলেন, স্বাভাবিকভাবে পানিতে পড়ে মৃত্যু হওয়ায় এবং নিহতের পরিবারের পক্ষে কোন অভিযোগ না থাকায় ও জনপ্রতিনিধিদেও সুপারিশে উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমিত সাপেক্ষে লাশটি দাফনের অনুমতি দেওয়া হয়। তবে এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে।

 


শেয়ার করুন

সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top