[১০৯২] ব্যাপক নেতা-কর্মী নিয়ে উল্লাপাড়ার শোক দিবসে যোগ দিলেন সলপ ইউনিয়ন

S M Ashraful Azom
0

 : স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন অনুষ্ঠানে ব্যাপক নেতা-কর্মী নিয়ে যোগ দিলেন সলপ ইউনিয়ন আওয়ামী যুবলীগের আহবায়ক ইঞ্জিনিয়ার মশিউর রহমান স্বপন ও যুগ্ম আহবায়ক আবুল বাশার।

ব্যাপক নেতা-কর্মী নিয়ে উল্লাপাড়ার শোক দিবসে যোগ দিলেন সলপ ইউনিয়ন



মঙ্গলবার সকালে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে সরকারি কলেজ মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। শোক দিবসে বিভিন্ন ইউনিয়ন থেকে প্রায় ১০ হাজার নেতা-কর্মী যোগ দেয়। 


আহ্বায়ক স্বপন জানান, স্থানীয় সাংসদ তানভীর ইমাম দিকনির্দেশায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের আয়োজনে সলপ ইউনিয়ন আওয়ামী যুবলীগের পক্ষ থেকে প্রায় ১ হাজার নেতা-কর্মীর শোক শোভাযাত্রাটি আয়োজিত অনুষ্ঠানে যোগ দেয়। প্রথমে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। পরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো: ফয়সাল কাদের রুমির সভাপতিত্বে এক মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উল্লাপাড়া-সলঙ্গা আসনের জাতীয় সংসদ সদস্য জননেতা তানভীর ইমাম। এ সময় অন্যানোর মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হাফিজুর রহমান হাফিজ, মোছা: সেলিনা মির্জা মুক্তি, এস এম জাহিদুজ্জামান কাকন, সাংগঠনিক সম্পাদক মীর আরিফুল ইসলাম উজ্জ্বল, আবিফ বিন হাবিব, মো: মনিরুজ্জামান পান্না, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রীবলী ইসলাম কবিতা, আ'লীগ নেতা বাবু খাঁন, হকদাদ খাঁন পনীর, যুবলীগ নেতা মো: আজিজুল ইসলাম শাহআলম, মশিউল আজম বকুল প্রমুখ। 


শেয়ার করুন

সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top