কাজিপুর(সিরাজগঞ্জ) প্রতিনিধি : মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়ের অধীন জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমী (নায়েম) আয়োজিত প্রশিক্ষণে প্রথম স্থান অর্জন করেছেন কাজিপুর সরকারি মনুসর আলী কলেজের উপাধ্যক্ষ প্রফেসর রেজাউল করিম।
সারাদেশের সরকারি কলেজের অধ্যাপক পদ মর্যাদার কর্মকর্তাগণের ৪৫ দিনব্যাপী এই সিনিয়র স্টাফ কোর্স অন এডুকেশণ এন্ড ম্যানেজমেন্ট (SSCEM) প্রশিক্ষণ নায়েম ভবনে অনুষ্ঠিত হয়েছে। এই সাফল্যের কারণে গত সোমবার দুপুরে সরকারি মনসুর আলী কলেজ প্রশাসন প্রফেসর রেজাউল করিমকে সংবর্ধনা দিয়েছেন কলেজ প্রশাসন।
সংর্ধনা অনুষ্ঠানে সবাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর প্রভাত চন্দ্র বিশ্বাস।
প্রশিক্ষণে প্রথম স্থান অর্জন করার অনুভূতি ব্যক্ত করে উপাধ্যক্ষ রেজাউল করিম বলেন, যে কোনো পুরস্কার ও স্বীকৃতি কর্মস্পৃহা ও উদ্দীপনা বৃদ্ধি করে। আমি এই অর্জন আমার কলেজের অধ্যক্ষ, আমার সহকর্মিগণ এবং শিক্ষার্থীদের উৎসর্গ করলাম।
অধ্যক্ষ প্রফেসর প্রভাত চন্দ্র বিশ্বাস বলেন, উপাধ্যক্ষ প্রফেসর রেজাউল করিম নায়েম প্রশিক্ষণে প্রথম স্থান রাভ করায় আমরা অত্যন্ত গর্বিত ও আনন্দিত । আশা করছি এ প্রশিক্ষণলদ্ধ জ্ঞান ও অভিজ্ঞতা কাজের লাগিয়ে এই প্রতিষ্ঠানের ভাবমূর্তি আরও উজ্জ্বল ও সফলতার স্বর্ণশিখরে পৌঁছে দিবে ।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।