বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জে ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক উদ্যোগে উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে শুক্রবার (১১ আগস্ট) সন্ধ্যায় দলীয় কার্যালয়ে ওই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
প্রস্তুতি সভায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন বাবুল তালুকদারের সঞ্চালনায় এবং সভাপতি শাহীনা বেগমের সভাপতিত্বে এসময় জামালপুর জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ নুর মোহাম্মদ, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবুল কালাম আজাদ ফরিং, সহসভাপতি মফিজ উদ্দিন, সহসভাপতি জয়নাল আবেদিন, সহসভাপতি সেলিম রেজা, সহসভাপতি সাখাওয়াত হোসেন সাকা, সহসভাপতি আব্দুল্লাহ আল মোকারেছ খোকন, যুগ্ন সাধারণ সম্পাদক আগা সাইয়ুম, যুগ্ন সাধারণ সম্পাদক মনিরুজ্জামান লিটলার, আইন বিষয়ক সম্পাদক মাহফুজুর রহমান মন্টু, বীরমুক্তিযোদ্ধা আফসার আলী, সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন সিরাজী, সহ দপ্তর সম্পাদক মোশারফ হোসেন মিরাজ সহ উপজেলা আওয়ামী লীগ, ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
যথাযথ মর্যাদায় জাতীয় শোক দিবস উদযাপনের লক্ষ্যে দলীয় নেতা নেতৃবৃন্দকে দিকনির্দেশনা দেওয়া হয়।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।