[৯৮৩] কুড়িগ্রাম জেলা সবুজ গড়ার প্রত্যয়ে পুলিশের ৩০ হাজার বৃক্ষরোপণ

S M Ashraful Azom
0

 : ‘সবুজ করি কুড়িগ্রাম’ এই ম্লোগান নিয়ে সবুজময় এক প্রকৃতি গড়ার উদ্যোগ নিয়েছে জেলা পুলিশ। বসতভিটা, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সাংস্কৃতিক প্রতিষ্ঠানের কাযার্লয়, সড়কসহ বিভিন্ন এলাকায় বনজ, ফলদ ও ওষুধি গাছের চারা রোপণ করা হচ্ছে। 

কুড়িগ্রাম জেলা সবুজ  গড়ার প্রত্যয়ে পুলিশের ৩০ হাজার বৃক্ষরোপণ



বৃহষ্পতিবার পর্যন্ত প্রায় ৩০ হাজার বৃক্ষরোপণ করা হয়েছে। লক্ষ্য ৫০ হাজার বৃক্ষরোপণ করে মাইলফলক সৃষ্টি করা। 


বৃহষ্পতিবার সকালে জেলা পুলিশের উদ্যোগে কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ি ডিগ্রি কলেজের শিক্ষাথর্ী ও শিক্ষকদের মাঝে দুই শতাধিক চারা বিতরণ করা হয়। ক্যাম্পাসে লাগানো হয় অর্ধশত চারা। এসময় পুলিশ সুপার আল আসাদ মো: মাহফুজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার  মো: রুহুল আমিন, কুড়িগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার একেএম ওহিদুন্নবী, ট্রাফিক ইন্সপেক্টর বানিউল আনাম, কলেজের অধ্যক্ষ মো: আবেদ আলী, ট্রফিক সার্জন মোস্তাফিজুর রহমান, সহকারী অধ্যাপক সাদেকুল হকসহ কলেজের শিক্ষকরা উপস্থিত ছিলেন। এরপর দুুপুরে নাগেশ্বরীর উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের শিক্ষাথর্ী ও শিক্ষকদের উদ্বুদ্ধ করে ৫ শতাধিক চারা রোপণ করা হয়। 

পুলিশ সুত্রে জানা গেছে, পরিবেশের বিপর্যয় রোধ করার পাশাপাশি শিশু-কিশোর-যুবকদের প্রকৃতিপ্রেমী করে গড়ে তোলার জন্য সবুজ কুড়িগ্রাম গড়ার উদ্যোগ নেয়া হয়েছে। পুলিশের সদস্য ছাড়াও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষাথর্ী, সাংবাদিক, সমাজকমর্ী, স্বেচ্ছাসেবক,ব্যবসায়ীসহ নানা পেশার মানুষ ও সংগঠন স্বত:স্ফূর্তভাবে এই কর্মসূচিতে অংশ নেয়ায় জেলা জুড়ে ব্যাপক সাড়া পড়েছে। পুলিশ সুপার নিজেই এই কর্মসূচিতে অংশ নিচ্ছেন প্রতিদিন একাধিক স্পটে।   

পুলিশ সুপার আল আসাদ মো: মাহফুজুল ইসলাম জানান, উষ্ণ প্রকৃতি ক্রমশই মানুষের জন্য বিপর্যয় ডেকে আনছে। তাই পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য বৃক্ষরোপণ কর্মসূচি নেয়া হয়েছে। আমাদের শিক্ষাথর্ীদের আরো বেশি করে সৃজনশীল কাজে যুক্ত করতে পারলে তারা মাদক, অনলাইন জুয়াসহ নানা অসামাজিক কাজ থেকে বিরত থাকবে। পাশাপাশি প্রকৃতি ও পরিবেশের জন্য কাজ করতে তাদেরকে উদ্বুদ্ধ করা হচ্ছে। সাড়াও পাওয়া যাচ্ছে ব্যাপক। 


শেয়ার করুন

সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top