উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি : করতোয়া নদীতে রাতের অন্ধকারে অবৈধভাবে বাংলা ড্রেজার দিয়ে বালু উত্তোলন করার দায়ে ভ্রাম্যমান আদালত আনিছুর রহমান নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন।
বুধবার রাত ১১টায় আদালত এই জরিমানা করেন। উল্লাপাড়ার সহকারী কমিশনার (ভূমি) মোছাঃ খাদিজা খাতুন ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
ভ্রাম্যমান আদালতের সহকারী শফিউল আজম জানান, বেশ কয়েকদিন ধরে রাতের বেলায় নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ আসছিল।
গোপন সূত্রের খবরের ভিত্তিতে সহকারী কমিশনার (ভূমি) বুধবার রাতে পুলিশ বাহিনী নিয়ে নদীতে অভিযান চালিয়ে উক্ত ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।