কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : জাতির জনক বঙ্গবন্ধুর জ্যেষ্ঠপুত্র বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মদিনে কাজিপুরে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে উপজেলা পরিষদ খেলার মাঠে উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় এই প্রীতি খেলায় অংশ নেন উপজেলা পরিষদ টিম বনাম কাজিপুর পৌরসভা দল।
কাজিপুর উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে খেলায় উপজেলা পরিষদ টিমের নেতৃত্ব দেন উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী এবং পৌরসভা দলের নেতৃত্ব দেন মেয়র আব্দুল হান্নান তালুকদার।
উপজেলা পরিষদের পক্ষ্যে খেলায় অংশ নেন উপজেলা নির্বাহী অফিসার সুখময় সরকার, সহকারি কমিশনার(ভূমি) কাজী মোহাম্মদ অনিক ইসলাম, কাজিপুর থানার অফিসার ইন চার্জ শ্যামল কুমার দত্ত প্রমূখ।
পৌরসভা দলে খেলেন মেয়র আব্দুল হান্নান তালুকদার, প্যানেল মেয়র শরিফুল ইসলাম কুড়ানসহ কমিশনারগণ।
নির্ধারিত সময়ে খেলাটি ১-১ গোলে ড্র হলে টাইব্রেকারে উপজেলা পরিষদ দল ৪-৩ গোলে জয়লাভ করে। সন্ধ্যায় খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।