জামালপুর সংবাদদাতা : জামালপুর শিল্পকলা একাডেমী গীতিকার নজরুল ইসলাম বাবু মিলনায়তনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে নজরুল একাডেমি।
এড. জামাল আব্দুন নাসের বাবুল এতে সভাপতিত্ব করেন। প্রধান অতিথির বক্তব্য রাখেন-অতিরিক্ত জেলা প্রশাসক মোক্তার হোসেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন-মেয়র ছানোয়ার হোসেন ছানু, জেলা আ’লীগের সহসভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, নজরুল একাডেমির সাধারণ সম্পাদক এড. সোলায়মান, এড. খাজা আলম, কবি মাহবুব বারী, সাংস্কৃতিক কর্মী তরিকুল ফেরদৌস, কালচারাল অফিসার আব্দুল্রাাহ আল মামুন। অনুষ্ঠান গ্রন্থনা-উপস্থাপনায় ছিলেন -জাকিরুল হক মিন্টু। অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানর আয়োজন করা হয়।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।