মোঃ মোস্তাইন বিল্লাহ,দেওয়ানগঞ্জ প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ীতে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
১৫ আগস্ট দিনব্যাপী ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়। জাতীয় পতাকা অর্ধনমিত উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা, রেলী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
১৫ আগস্ট সকালে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে চরআমখাওয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়ার সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
অপরদিকে চরআমখাওয়া ইউনিয়ন আওয়ামী লীগও দিবসটি যথাযথ মর্যাদায় পালন করেছে। দলীয় কার্যালয়ে চরআমখাওয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফখরুল আলম আকন্দের সভাপতিত্বে আলোচনা সভা, রেলী, কালো ব্যাস ধারন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এছাড়াও কর্মসূচিতে ইউনিয়ন আওয়ামী লীগের অন্যান্য নেতাকর্মীসহ সহযোগী সংঘটনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সকল শহীদের জন্য মোনাজাত করা হয়। পরে তবারক বিতরণ করা হয়।
অপরদিকে দিবসটি পালন করে মুক্তিযোদ্ধা সংসদ চরমখাওয়া ইউনিয়ন শাখা,, সামান্দবাড়ি কলেজ, সানন্দবাড়ী উচ্চ বিদ্যালয়, অথেনটিক সেন্ট্রাল স্কুল, সানন্দবাড়ী আলীম মাদ্রাসা, সানন্দবাড়ি বালিকা উচ্চ বিদ্যালয়, মৌলভীর চর উচ্চ বিদ্যালয় সহ ইউনিয়নের সকল সরকারি বেসরকারি বিদ্যালয় সমূহ।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।