জামালপুর সংবাদদাতা : জামালপুরের মেলান্দহে এক সপ্তাহের বৃক্ষ মেলা ১ আগস্ট থেকে শুরু হয়েছে। কৃষি অধিদপ্তর এর আয়োজন করে।
এ উপলক্ষে দুপুরে উপজেলা পরিষদ ঈদগাহ মাঠে আলোচনা সভার আয়োজন করা হয়। ইউএনও সেলিম মিঞা এতে সভাপতিত্ব করেন।
প্রধান অতিথির বক্তব্য রাখেন-উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কামরুজ্জামান। অন্যান্যে মধ্যে বক্তব্য রাখেন-কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল্লাহ আল ফয়সাল, উপজেলা আ’লীগ সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ডা. ইউনুছ আলী, মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আখতার প্রমুখ।
মেলায় ১৪টি স্টল অংশ গ্রহণ করে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।