শফিকুল ইসলাম : ঐতিহ্যবাহী রৌমারী হাট-বাজারটিতে দীর্ঘদিন থেকে নানা সমস্যা ও অপরিকল্পিত ভাবে স্থাপনা নির্মানে দুর্ভোগে পড়েছে ব্যাসায়ী ও হাটুরেগণ। এর থেকে পরিত্রাণ পেতে বণিক সমিতির পক্ষ থেকে উপজেলা প্রশাসনকে একাধিকবার জানানো হয় এবং উপজেলা মাসিক সভায় আলোচনা করলেও কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি।
৫ আগষ্ট শনিবার দুপুর ২ টায় এ নিয়ে হাট-বাজার ইজারাদার সোয়েব আহমেদ সোহাগ রৌমারী হাট অফিস কক্ষে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা করেন। উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল মোমেন ঠিকাদারের সভাপতিত্বে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন বাজার বণিক সমিতির সভাপতি প্রদীপ কুমার সাহা, সাধারণ সম্পাদক ফজলুল হক ফুলু, আওয়ামীলীগ নেতা মশিউর রহমান, হাট ইজারাদার সোয়েব আহম্মেদ সোহাগ, বিশিষ্ট ব্যবসায়ী আবু তোহা ও আলহাজ্ব মো. কদম আলী, চন্দন সাহা, সাংবাদিক সুজাউল ইসলাম সুজা, শওকত আলী মন্ডল, শফিকুল ইসলাম, শাহ আ: মোমেন, মাজহারুল ইসলাম, মাসুদ রানা, আকতার হোসেন প্রমুখ।
হাট ইজারাদার সোয়েব আহম্মেদ সোহাগ তার বক্তব্যে বলেন, এই হাট-বাজার ইজারা থেকে প্রতিবছর কয়েক কোটি টাকা সরকারের খাতে রাজস্ব দেওয়া হলেও বাজার উন্নয়নে এই অর্থ সঠিক ভাবে খরচ করা হয় না। ফলে বাজারটি জরাজীর্ণ হয়ে পড়ে আছে। বাজারে জায়গা সংকটের কারনে খামারী ও ব্যবসায়ীরা গরু হাটে এনেও ফেরত যেতে হয় তাদের। বর্তমানে উপজেলায় দেশীয় গরুর অনেক খামার হওয়ায় বাজারে গরু এনে বিক্রয় করতে পারছেনা খামারীরা। সবজি বাজার, পান বাজার, কলা ও বিভিন্ন ফলের দোকানেও জায়গা সংকুলনের কারনে হাটুরাগণ চলাচলে বিঘিœত হচ্ছে। ড্রেনেজ ব্যবস্থা অপরিকল্পিত হওয়ায় ব্যবসায় মহলের মালামাল আনানেয়া দুর্ভোগ পোহাতে হয় ও পানি নিস্কাসনে ব্যহত হওয়ায় বাজারে দুর্গন্ধে নাকে গামছা পেচিয়ে চলাচল করছে হাটুরেগণ। খুবই দ্রæত গরু হাট, পান বাজার, কলা ও ফল বাজার, সবজি বাজার স্থানান্তর করা জরুরী।
অপরদিকে সিজি জামান সরকারী উচ্চ বিদ্যালয় পশ্চিম পাশ দিয়ে গরু হাটের কোনা থেকে সংযোগ সড়কটি খালের কিনারাদিয়ে সোজা থানা মোড় পশ্চিম পাশে রাস্তার সাথে সংযোগ সড়ক করে দিলে উত্তরে দাঁতভাঙ্গা, শৌলমারী ও বন্দবেড় ইউনিয়নের সকল ব্যবসায়ী ও হাটুরেদের চলাচলে সুবিধা হবে। বাজারের ভিতরে উক্ত এলাকার ব্যবসায়ী ও হাটুরেগণ সমস্যা থেকে রক্ষা পাবে। সেই সাথে অপরিকল্পিত স্থাপনা নির্মান ভেঙ্গে পরিকল্পিত ভাবে স্থাপনা নির্মান করে ব্যবসায়ীদের ও হাটুরেদের চলাচলে সুন্দর পরিবেশ সৃষ্টি করার দাবী জানান ইজাদার।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।