[১১৪৭] মেলান্দহে ভাষা-সংস্কৃতি ও স্বাধীনতার কবিতা পাঠ

S M Ashraful Azom
0

 : জামালপুরের মেলান্দহে ২০ আগস্ট সন্ধ্যা ৭টায় ভাষা-সংস্কৃতি শীর্ষক আলোচনা এবং স্বাধীনতার কবিতা পাঠ অনুষ্ঠিত হয়। 

মেলান্দহে ভাষা-সংস্কৃতি ও স্বাধীনতার কবিতা পাঠ



মেলান্দহ রিপোর্টার্স ইউনিটি ও সৈকত সাহিত্য সংসদ যৌথভাবে এর আয়োজন করেছে। প্রধান অতিথির বক্তব্য রাখেন-বৃহত্তর ময়মনসিংহ সাংস্কৃতিক ফোরামের প্রতিষ্ঠাতা মহাসচিব ইঞ্জিনিয়ার রাশেদুল হাসান শেলী। প্রধান আলোচক ছিলেন-বাংলাদেশ ফিল্ম আর্কাইভসের ফেলো, চলচ্চিত্র নির্মাতা-বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউটের প্রশিক্ষক রাসেল রানা দোজা।

 সৈকত সাহিত্য সংসদ এবং রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠাতা সভাপতি, ইত্তেফাক সংবাদদাতা মোঃ শাহ্ জামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন-জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার জাহাঙ্গীর আলম বাবু, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, শেখ কামাল সরকারি কলেজের অধ্যক্ষ শফিউল আলম স্বপন, হাজরাবাড়ি সিরাজুল হক ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল আজিজ, উমির উদ্দিন পাইল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোহন তালুকদার, ময়মনসিংহ শিল্পাচার্য জয়নুল আবেদিন ইনস্টিটিউটের অধ্যক্ষ আব্দুর রউফ হীরা, জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি হাবিবুল্লাহ, প্রতিভাষ সাহিত্যপত্রের সম্পাদক ফারুক আহমেদ, স্বরকলার সভাপতি কবি শেখ ফজল, সম্পাদক জাকিরুল হক মিন্টু, সংবাদ সারাবেরার প্রতিনিধি আলমগীর আহমেদ শাহজাহান, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক-বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি শেখ ফরিদ, উত্তরণ সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সম্পাদক মহব্বত আলী ফকির, জালালপুর থিয়েটারের সভাপতি এস.এম. আব্দুল্লাহ, আহসান হাবিব সুজন সরকার এবং কালচারাল ইউনিটির সহসভাপতি শিল্পী সুরুজ্জামান প্রমুখ। 


অনুষ্ঠানে বঙ্গবন্ধু এবং মুক্তিযোদ্ধাদের উৎসর্গিত স্বরচিত স্বাধীনতার কবিতা এবং গান পরিবেশন করেন-কবি শেখ ফজল, গীতি আব্দুল গণি কুঁড়ে, গীতিকার ফজলুল করিম, কবি বিপ্লব সরকার, কবি কামরুন্নাহার শিখা, কবি মিজানুর রহমান মজনু, কবি আরিফুল ইসলাম লাবলু, সুরুজ্জামান, কবি নাইম হাসান, কবি রাজ লিটন প্রমুখ।

 


শেয়ার করুন

সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top