লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি : ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ হয়েছে। যার মধ্য দিয়ে আজকে সারা বিশ্বের দেশ উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিতি লাভ করেছে। বাংলাদেশ আজকে উন্নয়নশীল দেশ হিসেবে মর্যাদা পেয়েছে।
প্রতিমন্ত্রী মঙ্গলবার দুপুরে জামালপুরের ইসলামপুর চর গোয়ালিনী ইউনিয়নে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ১৫ লাখ টাকা ব্যায়ে কান্দারচর উচ্চ বিদ্যালয়ের নব - নির্মিত শ্রেণী কক্ষ উদ্বোধনী ও অভিভাবক সমাবেশে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আওয়ামী লীগ বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছে। ঘরে ঘরে বিদ্যুৎ ও শিক্ষার আলো পৌঁছে গেছে। আমরা তৃণমূল পর্যায় পর্যন্ত স্বাস্থ্যসেবা পৌঁছে দিয়েছি, মানুষের যাতায়াতের সুবিধা করে দিয়েছি। ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠা করেছি। গ্রামপর্যায়ে পর্যন্ত ওয়াইফাই কানেকশন দিয়েছি। আর্থ-সামাজিক উন্নয়নের পথে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আওয়ামী লীগ সরকারে থাকলে দেশ আরও উন্নত-সমৃদ্ধ হবে। ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ হবে। আওয়ামী লীগ সরকার যদি রাষ্ট্রীয় ক্ষমতায় থাকে, তবে ৪১ নয় ৩৫ সালের মধ্যেই উন্নত দেশে পরিণত হবে আমাদের বাংলাদেশ । শেখ হাসিনার নিকট দূর্ণীতির কোন ঠাঁই নেই বিধায় দেশ এত এগিয়ে।
প্রতিমন্ত্রী আরও বলেন,দেশের এমন উন্নয়ন দেখে বিএনপির মাথা খারাপ হয়ে গেছে। তাই তারা দেশের উন্নয়ন বাঁধাগ্রস্ত করতে জ্বালাও পুড়াও শুরু করেছে। আপনারা যদি দেশের উন্নয়ন অগ্রগতি অব্যহত রাখতে চান,তবে সকলেই ঐক্যবদ্ধ হয়ে আবারও নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে রাষ্ট্রীয় মসনদে অধিষ্ঠিত করবেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তোফা'র সভাপতিত্বে এতে উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুর রাজ্জাক, সসাংগঠনিক সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক আকন্দ, আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট রাহাত পালোয়ান, ত্রাণ বিষয়ক সম্পাদক সালাউদ্দিন শাহ, প্রধান শিক্ষক আবু হানিফ প্রমূখ বক্তব্য রাখেন। সমাবেশে উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতা কর্মী ও অভিভাবকরা অংশ নেন।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।