বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জে মানসিক প্রতিবন্ধী এক ব্যক্তির নিজ ঘরে গলায় রশি দিয়ে ঝুলন্ত মরদেহ করা হয়েছে।
সোমবার (২১ আগস্ট) সকাল ১০ টার দিকে বকশীগঞ্জ থানা পুলিশ নিলাখিয়া ইউনিয়নের সাজিমারা গ্রামের নিজ ঘর থেকে আদর আলী (৬০) মরদেহটি উদ্ধার করেন। তিনি সাজিমারা গ্রামের অহেদ আলীর ছেলে।
স্থানীয় সূত্র জানায়, আদর আলী দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। প্রতিদিনের মত সোমবার সকালে ঘুম থেকে না উঠলে সন্দেহ হয়।
পরে স্থানীয়রা নিজ ঘরের ধর্নার সাথে রশি দিয়ে ঝুলন্ত মরদেহ দেখে পুলিশকে খবর দিলে থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে। তবে তার স্ত্রী বাড়িতে ছিলেন না । স্থানীয়দের ধারনা মানসিক প্রতিবন্ধী হওয়ার কারণে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করতে পারে।
বকশীগঞ্জ থানার ওসি মো. সোহেল রানা জানান, মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য জামালপুর মর্গে পাঠানো হয়েছে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।