শফিকুল ইসলাম : হত্যা বন্ধ, চোরাচালান প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ, মাদকদ্রব্য বন্ধ, দুদেশের শান্তিশৃঙ্খলা বজায় রাখাসহ উভয় দেশের সুসম্পর্ক আরোও গভীর করতেই কুড়িগ্রামের রৌমারী ও মানকারচর সীমান্তে বডার গার্ড বাংলাদেশ বিজিবি ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফে’র মধ্যে ব্যাটালিয়ন অধিনায়ক পর্যায় পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ঘন্টা ব্যাপী বাংলা বাজার বিওপি’র অধীনে সীমান্তের আন্তর্জাতিক ১০৬৫ নং মেইন পিলারের সন্নিকটে বাংলাদেশ অভ্যন্তরে এই পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
এতে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন জামালপুর বিজিবি ৩৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্নেল আব্দুল্লাহ আল মাশরুকি ও ভারতের পক্ষে নেতৃত্বে দেন ৪৫ বিএসএফ কমান্ডান্ট শ্রী চন্দ্র কান্ত উপাধ্য ।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।