[৯৯৬] মোটরসাইকেল ফিরে পেয়ে বেজায় খুশি জামাই শ্বশুর

S M Ashraful Azom
0

 : হারানো মোটর সাইকেল ফিরে পেয়ে বেজায় খুশি হয়েছেন জামাই মোন্নাফ হোসেন ও তার শ্বশুর এসএম আজিজুর রহমান। 

মোটরসাইকেল ফিরে পেয়ে বেজায় খুশি জামাই শ্বশুর



দশ মাস পূর্বে  হারিয়ে যাওয়া  বাজাজ পালসার মোটরসাইকেল নিতে রবিবার তারা কাজিপুর থানায় আসেন। প্রয়োজনীয় কাগজপত্র দেখিয়ে মোটারসাইকেলটি তারা বুঝে নেন। 

তাৎক্ষণিক আনন্দে উৎফুল্ল জামাই শ্বশুর  থানার মধ্যেই মোটরসাইকেল চালিয়ে দেখেন। শ্বশুর সরকারি কলেজের কাজিপুর সরকারি মনসুর আলী কলেজের সাবেক অধ্যাপক এসএম আজিজুর রহমান বলেন, শখের এই গাড়িটি বগুড়া থেকে হারিয়ে যায়। এতে করে  জামাইসহ আমরা কষ্ট পেয়েছিলাম। ভাবিনি কখনো ফিরে পাবো। তবুও আইন মেনে বগুড়া সদর থানায় গত বছর ২৭ সেপ্টেম্বর জামাই  জিডি করে রেখেছিল। আজ সত্যিই গাড়টি ফিরে পাওয়ায়  আমরা খুব খুশি। ধন্যবাদ কাজিপুর থানা পুলিশকে।  

 কাজিপুর থানার অফিসার ইনচার্জ শ্যামল কুমার দত্ত জানান, গত দুইমাসে আমরা বেশকিছু চোরাই মোটরসাইকেল উদ্ধার করেছি। আজ সঠিক কাগজপত্র নিয়ে  উনারা থানায় আসলে যাচাই করে দিয়ে দেই।  শ্বশুরকে পিছনে বসিয়ে থানা ক্যাম্পাসে জামাইয়ের হাসিমুখে  গাড়ি চালানো দেখে আমাদেরও ভালো লগেছে।

 


শেয়ার করুন

সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top