লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুর উপজেলার জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষকবৃন্দ, সাংবাদিক ও সুধীজনদের সাথে মতবিনিময় করেছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা সিরাজুল ইসলাম।
সোমবার (৭আগস্ট ) উপজেলা পরিষদ হল রুমে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সহকারী ভূমি কর্মকর্তা মোঃ আশরাফ আলী সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অধ্যক্ষ জামাল আব্দুন নাসের চৌধুরী চার্লেস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল খালেক আখন্দ, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ তোফায়েল আহমেদ, অফিসার ইনচার্জ মাজেদুর রহমান, জনস্বাস্থ্য অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মোঃ কামরুজ্জামান, সরকারি ইসলামপুর নেকজাহান পাইলট মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক রিয়াজুল করিম বাবু, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফা,ইসলামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুব আলম, নোয়ারপাড়া ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ রোমান হাসান, গোয়ালেরচর ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম বাদশা, ইসলামপুর প্রেসক্লাবের সভাপতি মোরাদুজ্জামান, সাধারণ সম্পাদক হাফিজ লিটনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
বক্তারা শিক্ষা-স্বাস্থ্য, বাল্যবিবাহ আইন শৃঙ্খলা, অবকাঠামোসহ বিভিন্ন সমস্যা তুলে ধরেন। বিভিন্ন সমস্যা সমাধানের আশ্বাসদেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সিরাজুল ইসলাম পরে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক মুজিববর্ষ উপলক্ষে ৪থ পর্যায়ের ভূমিহীন ও গৃহহীন ৪৯ পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন উপলক্ষে প্রেস ব্রিফিং করেন।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।