লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি : টেকসই পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে জামালপুরের ইসলামপুরে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ অর্থায়নে পারি এনজিও বাস্তবায়নে ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে।
বুধবার (১৬ আগস্ট) উপজেলার সদর ইউনিয়নের পাঁচবাড়িয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে সুবিধাভোগীদের মাঝে ৩৯ হাজার ৩শত ফলজ চারা গাছ বিতরণ করা হয়।
পরিবেশ ও প্রতিকূলতা বজায় রাখতে উন্নয়নমূলক এনজিও পারি ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ সুবিধাভোগি সদর ইউনিয়নে ১৩ হাজার ২শত বেলগাছা ইউনিয়নে ১৩ হাজার, ও চিনাডুলী ইউনিয়নে ১৩ হাজার ১শত গাছের চারা তুলে দেওয়া হয়। এছাড়াও ইমপ্যাক্ট প্লাস সদস্যদের উদ্দ্যোগেও ১শত চারা বিতরণ করা হয়।
এ উপলক্ষে বিতরণ অনুষ্ঠানে সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান চৌধুরী শাহিনের সভাপতিত্বে এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা সিরাজুল ইসলাম,উপজেলা কৃষি কর্মকর্তা এএলএম রেদোয়ান,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফা, ওয়ার্ল্ড ভিশনের এরিয়া প্রগ্রাম ম্যানেজার সজল গমেজ,প্রধান শিক্ষক মামুনুর রশিদ,পারি এনজিও'র প্রগ্রাম ম্যানেজার কমল পাল, বোরহান উদ্দিন প্রমূখ উপস্থিত ছিলেন।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।