[১১০১] নোয়াখালীতে ১০হাজার মানুষের মাঝে খাবার বিতরণ

S M Ashraful Azom
0

 : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে নোয়াখালী-১ নির্বাচনী আসনের সোনাইমুড়ী ও চাটখিল উপজেলার ১০হাজার গরীব, অসহায়, দুস্থ, ছিন্নমূল মানুষ, পথশিশু ও বিভিন্ন এতিমখানায় খাবার বিতরণ করা হয়েছে।

নোয়াখালীতে ১০হাজার মানুষের মাঝে খাবার বিতরণ



মঙ্গলবার দুপুরে চাটখিল পৌরসভার ভীমপুর মারকাজ সমজিদ সংলগ্ন রহমত উল্যা আজিজা ফাউন্ডেশন অফিস মাঠ থেকে শোক দিবস উপলক্ষে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারি ও নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য জাহাঙ্গীর আলম এ খাবার বিতরণ কার্যক্রম শুরু করেন। এরআগে ওই মাঠে চাটখিল উপজেলা আওয়ামী লীগ ও অংগ-সহযোগি সংগঠনের আয়োজনে শোক দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন তিনি। 


আলোচনা সভা শেষে ১৯৭৫সালের ১৫আগস্ট জাতির পিতা সহ শাহাদাতবরণকারী সকলের আত্মার শান্তি কামনায় সুরা ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করা হয়।


পরে বিকেলে, সোনাইমুড়ী উপজেলার সোনাইমুড়ী বাইপাসের বাস স্ট্যান্ডে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত শোক সভায় বক্তব্য শেষে গরীব, অসহায়, দুস্থ, ছিন্নমূল মানুষ, পথশিশুদের মাঝে খাবার বিতরণ করেন তিনি।


এ সময় উপস্থিত ছিলেন, চাটখিল উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির, সাধারণ সম্পাদক নাজমুল হুদা শাকিল, যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ উল্যা পটোয়ারী, পৌরসভা আওয়ামী লীগের সভাপতি শাহজাহান খান বাবুল প্রমূখ।

অপরদিকে সোনাইমুড়ীতে উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার রুহুল আমিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মমিনুল ইসলাম বাকের, যুগ্ম-সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নিজাম উদ্দিন সুজন, জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য আবু ছায়েম, জেলা পরিষদের সাবেক সদস্য মোশাররফ হোসেন দুলাল উপস্থিত ছিলেন। 


শেয়ার করুন

সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top