লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি : বিএনপি-জামায়াত সরকারের মদদে দেশব্যাপী সিরিজ বোমা হামলার প্রতিবাদে জামালপুরের ইসলামপুরে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় দলীয় কার্যালয়ে এতে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরিদুল হক খান এমপি।
তিনি বলেন,২০০৫ সালের ১৭ আগস্ট তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের প্রচ্ছন্ন মদদে নিষিদ্ধ ঘোষিত জেএমবি’র সন্ত্রাসী জঙ্গি গোষ্ঠী দেশের আদতালত প্রাঙ্গনসহ সারা দেশে একযোগে ৬৩টি জেলার ৫শ স্পটে বোমা হামলা চালিয়েছিল। ওই ঘটনায় সারা দেশে ১৪৯টি মামলা দায়ের হয়েছিল। মামলায় এক হাজার জঙ্গি শনাক্ত হয়েছে। তাদের বিচারো চলমান রয়েছে।
এ সময় তিনি নিহতদের স্মরণ, জড়িতদের বিচারের দাবি জানিয়ে জামায়াত বিএনপি’র বিভিন্ন গুজব ও মিথ্যা তথ্য ছড়ানোর প্রতিবাদ জানাতে সকল নেতা-কর্মীদের আহ্বান জানান তিনি।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. আঃ সালামের সঞ্চালনায় সংরক্ষিত মহিলা আসনের এমপি হোসনে আরা,উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি এসএম জামাল আব্দুন নাছের বাবুল, আবু নাছের চৌধুরী চার্লেস,শাহাদত হোসেন স্বাধীন,ফরিদ উদ্দিন আহমেদ,হাবিবুর রহমান চৌধুরী,সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, শহর আওয়ামী লীগের সভাপতি নারায়ন কর্মকার,সাধারণ সম্পাদক খলিলুর রহমান,সেচ্ছাসেবক লীগ সাধারন সম্পাদক ইলিয়াস হোসেন,ছাত্রলীগ সভাপতি নূরে আজাদ ইমরান,কলেজ ছাত্রলীগ সভাপতি শাওন সরকার প্রমূখ বক্তব্য রাখেন।
পরে বিদেহীদের আত্বার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।