সেবা ডেস্ক : বাংলাদেশ—ভারত মৈত্রী সমিতির উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে শনিবার (১৯ আগস্ট) শাহবাগস্থ জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে এক আলোচনা সভা সমিতির সভাপতি সাবেক সচিব, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মোঃ রশিদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আ ক ম মোজাম্মেল হক এম.পি, সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতের মান্যবর রাষ্ট্রদূত শ্রী প্রণয় ভার্মা।
সভায় আরো বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও বিশ্ব শান্তি পরিষদ বাংলাদেশ চ্যাপ্টারের সভাপতি মোঃ মোজাফফর হোসেন পল্টু, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও বাংলাদেশ ভারত মৈত্রী সমিতির প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা বেনজির আহমেদ এম.পি, আরমা দত্ত এম.পি, বাসন্তী চাকমা এম.পি, মাননীয় প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, সাবেক রাষ্ট্রদূত ওয়ালিউর রহমান, বিশিষ্ট সাংবাদিক আবেদ খান প্রমুখ।
বাংলাদেশ—ভারত মৈত্রী সমিতির প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হকের সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ—ভারত মৈত্রী সমিতির সাধারণ সম্পাদক নারায়ণ সাহা মনি, সভায় উপস্থিত ছিলেন ভারতীয় হাই কমিশনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বাংলাদেশ—ভারত মৈত্রী সমিতির কেন্দ্রীয় কার্য নিবাহী পরিষদ, উপদেষ্টা পরিষদ এবং বিভিন্ন জেলা শাখার নেতৃবৃন্দ।
সভায় বক্তারা দু'দেশের সম্পর্ক রক্তের বন্ধনে আবদ্ধ উল্লেখ করে তা আগামী দিনগুলোতে আরো দৃঢ় থেকে দৃঢ়তর হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।