জামালপুর প্রতিনিধি : জামালপুরে ডিস লাইনের কর্মচারীর ঘুষির আঘাতে হাফিজুর রহমান(৩২) নামে এক গ্রাহকের মৃত্যু হয়েছে। সোমবার সকালে জামালপুর পৌর শহরের রামনগর এলাকায় এই ঘটনা ঘটে। নিহত হাফিজুর পেশায় একজন মাইক্রোবাস চালক, সে একই এলাকার তোতা মিয়ার ছেলে।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহ নেওয়াজ জানান, সোমবার সকালে পৌর শহরের রামনগর গ্রামে ডিস লাইনের পাওনা বিল নিতে গ্রাহক হাফিজুরের বাড়িতে যায় ডিস লাইনের কর্মচারী সৌরভ(২৫)। এ সময় হাফিজুর রহমান তাকে বিল প্রদান করে। বিল নিয়ে ফেরার পথে হাফিজুর রহমান সৌরভকে ডাক দেয় এবং ১শ টাকা অতিরিক্ত দেয়ার কথা বলে, সৌরভ অতিরিক্ত টাকার বিষয়টি অস্বীকার করে। এই বিষয় নিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে ডিস লাইনের কর্মচারী সৌরভের ঘুষির আঘাতে মাটিতে লুটিয়ে পড়ে হাফিজুর। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হাফিজুরকে মৃত ঘোষনা করেন।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহ নেওয়াজ আরও জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে, আসামী গ্রেফতারে অভিযান চলছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত সৌরভ পলাতক রয়েছে, সে একই এলাকার শহিদ মিয়ার ছেলে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।