সেবা ডেস্ক : বগুড়ার নন্দীগ্রামে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত ৩০জন সাংবাদিকদের সমন্বয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
কেউ সাংবাদিক পরিচয় দিয়ে কোন অপকর্মে লিপ্ত হলে তাকে প্রতিরোধ করার পাশাপাশি হলুদ সাংবাদিকতা রোধকল্পে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানানো হয়।
মঙ্গলবার পৌর সদরে অস্থায়ী কার্যালয়ে মডেল প্রেসক্লাবের সভাপতি আব্দুল বারীকের সভাপতিত্বে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক সাংবাদিক নজরুল ইসলাম দয়া, নন্দীগ্রাম অনলাইন প্রেসক্লাবের সভাপতি রাসেল মাহমুদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন হানিফ, সহ সভাপতি আব্দুল মান্নান, তানসেন আলী মন্টু, এমদাদুল হক, শাহীন আলম সাজু, সংবাদকর্মী আব্দুল আহাদ, মিজানুর রহমান মুকুল, আনোয়ার হোসেন, কামরুজ্জামান ফারুক, সুলতান মাহমুদ, মেহেদী হাসান, আরাফাত হোসেন, তানভীর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের কারণে মিথ্যা মামলা দিয়ে সাংবাদিক হয়রানী, হামলা, নির্যাতন, অপপ্রচারসহ অপতৎপরতায় কোনো ব্যক্তি বা গোষ্ঠী লিপ্ত হলে তাদেরকে প্রতিহত করতে সকল সংবাদকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানানো হয়।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।