উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি : শিশু পুরষ্কার প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে লোকনৃত্যে ২য় স্থান অধিকার করায় সপ্তর্ষি বিশ্বাসকে সোমবার সংবর্ধনা দেওয়া হয়। সে উল্লাপাড়া সানফ্লাওয়ার স্কুলের ২য় শ্রেণির ছাত্রী।
বাংলাদেশ শিশু একাডেমি গত ২৮ জুলাই ঢাকায় এ প্রতিয়োগিতার আয়োজন করে। সপ্তর্ষি এর আগে উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে।
স্কুল অঙ্গনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও স্কুলের সভাপতি মোঃ উজ্জল হোসেন প্রধান অতিথি ছিলেন।
সানফ্লাওয়ার স্কুলের প্রধান শিক্ষক কল্যাণ ভৌমিকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে স্কুলের সিনিয়র শিক্ষক কমলেশ বাগচী, জহুরুল ইসলাম, জাহিদুল ইসলাম, নূর উন নবী, জিতেন বিশ্বাস প্রমুখ বক্তব্য রাখেন। পরে প্রধান অতিথি সপ্তর্ষির হাতে ক্রেস্ট ও পুরষ্কার তুলে দেন।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।