শফিকুল ইসলাম : রৌমারী উপজেলায় পানিতে ডুবে দৌরত আলী (১) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায় বৃহস্পতিবার ১০ টার দিকে বাড়ির উঠানে খেলতে গিয়ে সবার অজান্তে পা পিচলে বাড়ির পাশে পুকুরের পানিতে ডুবে যায়।
পরিবারের লোকজন খোজাখুজির এক পর্যায় ওই পুকুর থেকে শিশুটিকে উদ্ধার করে রৌমারী হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন।
সে উপজেলার যাদুর চর ইউনিয়নের বাইমমারী গ্রামের এরশাদুল হকের ছেলে বলে জানা গেছে। যাদুর চর ইউপি চেয়ারম্যান সরবেশ আলী পানিতে ডুবে শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।