লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি : ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরিদুল হক খান এমপি বলেছেন,বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে অপরিসীম মমত্ববোধ নিয়ে দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। দেশের স্বাস্থ্যখাত এখন অনেক অগ্রসর। ২০৪১ সাল নয় ৩৫ সালের মধ্যে উন্নত সমৃদ্ধ দেশে পরিণত হওয়ার লক্ষ্য নির্ধারণ করে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন তিনি।
প্রতিমন্ত্রী বৃহস্পতিবার জামালপুরের ইসলামপুরে স্বাস্থ্য প্রকৌশলী বাস্তবায়নে ৫ কোটি ৩৬ লাখ টাকা ব্যয়ে ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্র ভিত্তি প্রস্তর স্থাপনের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন।
তিনি বলেন-দেশের ১৮ হাজার কমিউনিটি ক্লিনিকে দ্রুতগতির ইন্টারনেট সেবা পৌঁছে দিয়ে বিশেষজ্ঞ চিকিৎসা সেবা দেওয়া হবে। প্রতিমন্ত্রী বলেন, ২০০১ সালে বিএনপি সরকার ক্ষমতায় এসে কমিউনিটি ক্লিনিকের মতো জনবান্ধব মানবিক উদ্যোগকে শুধু রাজনৈতিক রোষে বন্ধ করে দিয়েছিল। জননেত্রী শেখ হাসিনার কারণেই আজ বাংলাদেশের স্বাস্থ্যসেবা খাত বিশ্বব্যাপী প্রশংসনীয় সফলতা অর্জন করেছে।
উপজেলা ফরিদুল হক খান দুলাল অডিটরিয়ামে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম জামাল আব্দুন নাছের এতে সভাপতিত্ব করেন।
এ সময় পরিবার পরিকল্পনা জামালপুরের উপ পরিচালক মাজহারুল হক চৌধুরী,উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হাসান রুমান,জেলা পরিষদ সদস্য মজিবর রহমান শাহজাহান,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আঃ খালেক আকন্দ,রোজিনা আক্তার চায়না,জামালপুর আইন কলেজের অধ্যক্ষ এড. আঃ সালাম,পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফারুক আল ফয়সাল প্রমূখ বক্তব্য রাখেন।
পরে থানা মোড়স্থ ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্র ভিত্তি প্রস্তর স্থাপন উদ্বোধন করেন প্রতিমন্ত্রী।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।