লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে যথাযোগ্য মর্যাদায় সরকারী ইসলামপুর কলেজের উদ্দ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী পালিত হয়েছে।
সরকারী ইসলামপুর কলেজের অধ্যক্ষ ফরিদ উদ্দিন আহমেদ কলেজ কর্তৃপক্ষদের নিয়ে বঙ্গবন্ধু ম্যূড়ালে শ্রদ্ধা নিবেদন করেন। পরে কলেজের হলরুমে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অধ্যক্ষ ফরিদ উদ্দিন আহমেদেরর সভাপতিত্বে শিক্ষা পরিষদের সম্পাদক আহসান হাবির রাজার সঞ্চালনায় এতে প্রভাষক জুবাইদুল ইসলাম জবা, প্রভাষক শেখ মোঃ রহুল আমিন, মোরাদুজ্জামান, রকিবুজ্জামান, অর্থনীতি বিভাগের প্রভাষক দিলশাদ নাছরিন, কামরুন্নাহার বেগম, আনিছুর রহমান, কলেজ ছাত্রলীগ সভাপতি শাওন সরকারসহ বিভিন্ন বিভাগের প্রধানগণ এতে বক্তব্য রাখেন। পরে বঙ্গবন্ধু সহ স্ব পরিবারের বিদেহী আত্বার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।