শামিমুল ইসলাম তালুকদার : জামালপুর জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় জুন/২০২৩ মাসে জামালপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ সোহেল রানা কে পুরস্কৃত করা হয়েছে।
রবিবার (০৬ আগস্ট) দুপুর ২ টায় পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন জামালপুর জেলার পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান বিপিএম।
সভায় পুলিশ সুপার মহোদয় সকল থানার অফিসার ইন-চার্জদের উদ্দেশ্যে থানা এলাকায় সার্বিক আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখার লক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করার নির্দেশ প্রদান করেন।
অভিন্ন মানদন্ডে সার্বিক মূল্যায়নে জুন/২০২৩ মাসে জামালপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে মোঃ সোহেল রানা কে পুরস্কৃত করা হয়।
এসময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
পুরস্কারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মোঃ সোহেল রানা বলেন, এই পুরস্কার আমার ব্যক্তিগত অর্জন নয়, এটা আমার থানা পুলিশের সকল সদস্যদের যৌথ পরিশ্রমের ফল। আমি তাদের প্রতি কৃতজ্ঞ। আমি আমার দায়িত্ব পালনে আরও সতর্ক ও নিষ্ঠাবান হবো।
পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান বিপিএম বলেন, মোঃ সোহেল রানা একজন দক্ষ ও যোগ্য পুলিশ কর্মকর্তা। তিনি তার থানা এলাকায় সার্বিক আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে কাজ করে যাচ্ছেন। তিনি এই পুরস্কার অর্জনে সক্ষম হয়েছেন তার জন্য আমি তার প্রতি কৃতজ্ঞ। আমি আশা করি, তিনি তার দায়িত্ব পালনে আরও সতর্ক ও নিষ্ঠাবান থাকবেন।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।