সেবা ডেস্ক : জামালপুরের বকশীগঞ্জ পৌর এলাকায় সুহেল বাবু (২২) নামে এক যুবেক কে মাদক সেবনের দায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
গতকাল সোমবার (১৪ আগষ্ট) দুপুরে বকশীগঞ্জ পৌর শহরে মিয়াপাড়ার ঝুমুর মিয়া ছেলে সুহেল বাবুকে ইয়াবা ট্যাবলেটসহ আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যেমে এ দণ্ডাদেশ দেয়া হয়।
ভ্রাম্যামাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লুৎফুন নাহার ও সহকারী কমিশনার (ভূমি) আতাউর রাব্বী। এসময় থানার অফিসার ইনচার্জ (ওসি ) সোহেল রানা উপস্থিত ছিলেন।
সহকারী কমিশনার (ভূমি) আতাউর রাব্বী জানান, উপজেলাকে মাদকমুক্ত করতে মাদকবিরোধী অভিযান চলমান রয়েছে। তারই অংশ হিসেবে সুহেল বাবুকে মাদক সেবনের দায়ে কারাদণ্ড দেয়া হয়েছে। এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।