কাজিপুর(সিরাজগঞ্জ)প্রতিনিধি : যমুনা নদীর শাখা থেকে অবৈধভাবে বাংলা ড্রেজার ব্যবহার করে বালি উত্তোলন করছিলেন নাটুয়ারপাড়া ইউনিয়নের চরনাটিপাড়া গ্রামের মসলিম উদ্দিনের পুত্র ব্যবসায়ী আব্দুল মান্নান(৪৫)।
স্থানীয় লোকজনের বাড়িঘরের ক্ষতিসাধন হবার সম্ভাবণা থাকায় তারা বিষয়টি কর্র্তৃপক্ষের নজরে আনেন।
মঙ্গলবার দুপুরে ওই এলাকায় অভিযানে যান কাজিপুর উপজেলা সহকারি কমিশনার(ভূমি)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মোহাম্মদ অনিক ইসলাম।
তার সাথে অভিযানে অংশ নেন নাটুয়ারপাড়া পুলিশ ফাঁড়ির আইসি মিজানুর রহমান ও কাজিপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সদস্যগণ।
আদালত ঘটনার সত্যতা পেয়ে অনুমতি না নিয়ে অবৈধভাবে যমুনার শাখা থেকে বালি উত্তোলনের অপরাধে ওই ব্যবসায়ীকে একলক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
এসময় ওই ব্যবসায়ী মুচলেকা দিয়ে ড্রেজার ফেরত পান।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।