লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নবাবসহ বিএনপির ৯জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
৩ আগস্ট রাতে থেকে গভীর রাত পর্যন্ত পৌর শহরের বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
অভিযানে আটককৃতরা হলেন- উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মোঃ নুরুল ইসলাম নবাব, পৌর কৃষক দলের যুগ্ন আহবায়ক মোঃ মশিউর রহমান, পৌর যুব দলের সদস্য মোঃ রাসেল সেখ, পৌর যুব দলের সদস্য মো শাহান শাহ, পৌর ছাত্রদলের সদস্য মোঃ মোখলেছুর রহমান,পৌর যুব দলের সদস্য শ্রী- জয়ন্ত, উপজেলা যুবদল যুগ্ম আহবায়ক, নুরে আলম মোস্তাকিম (বাঁধন) , পৌর যুবদলের যুগ্ন আহবায়ক সোহেল রানা খোকন, পৌর যুবদলের যুগ্ন আহবায়ক মোঃ মাহমুদুল হাসান।
এ বিষয়ে এসআই মাহমুদুল হক বলেন, ‘আটককৃত বিএনপির নেতাকর্মীদের নাশকতার মামলায় আটক করা হয়েছে। শুক্রবার আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।