মোঃ মোস্তাইন বিল্লাহ, দেওয়ানগঞ্জ প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জে বিভিন্ন ফার্মেসী এবং হিউমেন ড্রাগসের ৫ দোকানে অভিযান চালিয়ে ১৯ হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কামরুন্নাহার শেফা ।
মেয়াদোত্তীর্ণ ঔষধ এবং ড্রাগ লাইসেন্স, ট্রেড লাইসেন্স না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৫৩ ধারা এবং মৎস্য খাদ্য ও পশু খাদ্য আইন ২০১০ এর ২০ ধারায় আজাদ ফার্মেসী, রিনা ফার্মেসী, সারিকা ড্রাগস এবং ২ টি হিউমেন ড্রাগস সহ ৫ প্রতিষ্ঠানকে ১৯ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুন্নাহার শেফা।
এ সময় প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মিজানুর রহমান।
উপজেলা নির্বাহী অফিসার জানিয়েছেন, ঔষধ হচ্ছে মানুষের জীবন রক্ষাকারি জিনিস সেই ঔষধ যদি মেয়াদোত্তীর্ণ হওয়ার পর বিক্রি করা হয় সেটা খেয়ে মানুষের প্রাণহানি ঘটতে পারে তাই এই অভিযান করা হয়েছে , জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।