কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের কাজিপুর সদর ইউনিয়নের মেঘাই পুরাতন বাজারে শমসের হাজিরবাড়ি থেকে খাদ্যবান্ধব কর্মস‚চির ২৩ বস্তা চাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।
এসময় সরকারি চালের অবৈধভাবে মজুদ রাখার অপরাধে ঘরের মালিক মমতা বেগমকে (৫০) কে এক লক্ষ টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে। মমতা বেগম হাজি বাড়ির নজরুল ইসলামের স্ত্রী।
বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ডিলার শমসের হাজির বাড়িতে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এসময় আদালতের উপস্থিতি টের পেয়ে চালের মজুদকারী মিলন মিয়া কৌশলে সটকে পড়েন। আদালত চালের বস্তা মজুদ রাখা ওই ঘরের চাবি মিলনের মা মমতা বেগমের নিকটে পান।
ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভ‚মি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজী মোহাম্মদ অনিক ইসলাম। তিনি উদ্ধারকৃত ২৩ বস্তা চাল জব্দ করে মেঘাই এলএসডি গোডাউনে রাখার নিদের্শ দেন। আদালত পরিচালনাকালে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের উপ-খাদ্য পরিদর্শক জেসমিন আক্তার।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।