জামালপুর সংবাদদাতা : জামালপুরে গোসল করতে গিয়ে দুই চাচাত বোনের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে। ঘটনাটি ঘটেছে ২৪ জুলাই দুপুরে সদর উপজেলার পিংগলহাট এলাকায়।
পানিতে পড়ে মৃতরা হলো নারিকেলি প্রিক্যাডেট স্কুলের প্রথম শ্রেণির শিক্ষার্থী শুকরিয়া (৭) । তার পিাতার নাম সাদ্দাম হোসেন। অপরজন এরশাদ হোসেনের মেয়ে স্থানীয় মদিনা কিন্ডারগার্টেন মাদ্রাসার প্রথম শ্রেণির ছাত্রী আতিয়া(৭) ।
সদর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) শাহনেওয়াজ জানান-খেলার ছলে শিশুরা পানিতে গোসল করতে গিয়ে মারা যায়। তাদেরকে জামালপুর হাসপাতালে নিলে ডাক্তার মৃত ঘোষণা করেন।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।