জামালপুর সংবাদদাতা : জামালপুরে র্যাব-১৪ অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত পলাতক দুই আসামীকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলো শেরপুর জেলার শ্রীবর্দী থানার উত্তর শ্রীবর্দী গ্রামের শমসের আলীর ছেলে মোঃ আমের আলী (৪০), এবং ছন্দকান্দা বেপারিপাড়ার সুরুজ আলীর ছেলে মোঃ কাশেম (৩৫)।
৭ জুলাই দিবাগত রাত ৮টার দিকে শেরপুরের ছনকান্দা এবং খোয়াপাড়ায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার শেষে স্থানীয় থানায় সোপর্দ করা হয়েছে।
র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
২০১৪ সালে আসামীদ্বয় ইজ্জত হরণের উদ্দেশ্যে জনৈক গৃহবধূকে অপহরণ করে। এ ঘটনায় গৃহবধূর পিতা কামরুজ্জামান বাদি হয়ে শ্রীবর্দী থানায় মামলা (১২) দায়ের করেন।
এ ঘটনার পর থেকে আসামীরা পলাতক ছিল।
মামলায় জেলা দায়রা জজের আদালতে সাক্ষ্য প্রমাণ শেষে বিজ্ঞ বিচারক আক্তারুজ্জামান আসামীদের বিরুদ্বে একজনকে ১৪ বছর অপর জনকে ১০ বছর সশ্রম কারাদন্ডসহ ২০ হাজার করে অর্থ দন্ডের রায় প্রদান করেছে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।