ঘাটাইল(টাঙ্গাইল)প্রতিনিধি : "গাছ লাগান,পরিবেশ বাঁচান এই শ্লোগান কে সামনে রেখে টাঙ্গাইলের ঘাটাইলে সাংবাদিক কল্যাণ সংস্থার উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ জুলাই) দিনব্যাপী উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এ বৃক্ষ রোপণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন,ঘাটাইল উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বীরমুক্তিযুদ্ধা অধ্যাপক মুহাম্মদ মতিয়ুর রহমান খান,লেখক সাংবাদিক হায়দার রাহমান,ঘাটাইল সরকারি প্রাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আজহারুল ইসলাম,উইজডম ভ্যালী প্রধান শিক্ষক ও ঘাটাইল প্রেসক্লাবের সভাপতি মোঃ কামাল হোসেন,সাবেক সভাপতি ও দৈনিক কালের কন্ঠের ঘাটাইল প্রতিনিধি মোঃ নজরুল ইসলাম,মমরেজ গলগণ্ডা পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হানিফ খান,সালেহা ইউসুফজাই বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষকা রুজি সিদ্দিকা,মুকুল একাডেমি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জেবুন নাহার,ঘাটাইল সাংবাদিক কল্যাণ সংস্থার সভাপতি মাজহারুল ইসলাম শিহাব,সাধারণ সম্পাদক আব্দুল লতিফ,সদস্য দৈনিক যুগ ধারার ঘাটাইল প্রতিনিধি মো:নজরুল ইসলাম,অর্থ সম্পাদক রকিবুল হাসান,
দপ্তর ও প্রচার সম্পাদক মোঃ রফিকুল ইসলাম,সদস্য কবি চান তরফদার
অন্যান্য সুধী ও সাংবাদিক উপস্থিত ছিলেন। এসময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় শতাধিক গাছের চারা রোপন করা হয়।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।