ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার ঐতিহাসিক সাবিকনূদ হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে শনিবার (২২ জুলাই) প্রতিষ্ঠান প্রাঙ্গণে দিঘলকান্দি ইউনিয়নের সাতটি গ্রামের এক সহস্রাধিক মানুষের উপস্থিতিতে এ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
প্রতিষ্ঠানের সভাপতি ডাঃ নুরুল ইসলাম শামীমের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,দিগলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রেজাউল করিম ( মটু)।প্রধান নির্বাচন কমিশনের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোঃ সামাদ মাষ্টার।
,
দ্বিতীয় পর্বে প্রিজাইডিং অফিসার হিসাবে দায়িত্ব পালন করেন উপজেলা সমাজসেবা অফিসার মোঃ শহিদুজ্জামান মাহমুদ। কমিটি গঠনে সহযোগী হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শফিকুল ইসলাম ।
প্রতিষ্ঠানের গঠনতন্ত্রের নির্বাচনী ধারা মোতাবেক আগামী দুই বছরের জন্য কার্যকরী কমিটি গঠন করা হয়, কমিটিতে সাবেক সভাপতি বিশিষ্ট চিকিৎসক ডাঃ নুরুল ইসলাম শামীম পুনরায় সভাপতি এবং সাবেক সাধারণ মোঃ আজহারুল ইসলাম পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
কার্যকরী কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলো সহ-সভাপতি মঞ্জুর রশিদ, যুগ্ম সাধারণ সম্পাদক এস এম মামুনুর রশিদ, কোষাধ্যক্ষ মোঃ আলমগীর হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ আলী আশরাফ, প্রচার সম্পাদক মোঃ আরিফুল ইসলাম, সমাজ কল্যাণ সম্পাদক আলী আজগর, কার্যকরী সদস্য মোঃ আজমত আলী, মোঃ আতাউর হোসেন আকন্দ,মোঃ আঃ মজিদ খাঁন।
সাতটি গ্রামের মানুষের সহযোগিতায় মসজিদ মাদ্রাসা, গোরস্থান, এতিমখান পরিচালিত হয় ।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।